নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: শনিবার ৫,জুলাই :: ছোড়া গ্রাম থেকে মোটরসাইকেলে চড়ে পূর্ব বর্ধমান জেলার গুসকরা যাওয়ার পথে গন্যা মোরে নিয়ন্ত্রণ হারিয়ে ব্যারিকেডে ধাক্কা মারে এক যুবক ।
তড়িঘড়ি তাকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয় । সেখানে চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় ওই যুবকের। মৃত যুবকের নাম শিবু হাঁসদা । বয়স ২৫বছর।
আউসগ্রাম থানার ছোড়া গ্রামে তার বাড়ি। জানা গেছে রাতে বৃষ্টি পড়ছিল আর সেই সময় গুসকরা যাচ্ছিল মোটরসাইকেলে চড়ে গন্যা মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে ব্যারিকেডে ধাক্কা মারে এবং ঘটনাস্থলেই কেটে বাদ পড়ে ওই যুবকের এক পা। জখম হয়ে পড়ে সে।
স্থানীয় মানুষজন তাকে উদ্ধার করে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। চিকিৎসা চলাকালীন তার মৃত্যু হয় হাসপাতালেই।