নিজস্ব সংবাদদাতা :: কালনা :: সংবাদ প্রবাহ :: নিজের সদ্যোজাত সন্তানকে অন্য একজনের কাছে হস্তান্তরের চেষ্টার ঘটনায় কালনা থানার পুলিশ ওই শিশুর মাকে গ্রেফতার করে এদিন রবিবার তাকে কালনা আদালতে পাঠায় কালনা থানা পুলিশ।ধৃতের বাড়ি মেমারী থানা এলাকায়।শনিবার কালনা হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পরেই তাকে গ্রেফতার করা হয়।রবিবার তাকে আদালতে তোলা হয়।প্রসঙ্গত,গত ২ রা জুলাই অন্য এক মহিলার নাম ভাঁড়িয়ে মেমারী থানা এলাকার বাসিন্দা ওই প্রসূতি কালনা হাসপাতালে বাচ্ছা প্রসব করতে আসেন।এরপরেই তিনি হাসপাতালের খাতায় নিজের নাম না দিয়ে সুস্মিতা যাদব নামে অন্য এক মহিলার নাম দেন।পুত্র সন্তানের জন্ম দিতেই শিশু হস্তান্তরের আগেই ওই মহিলার মিথ্যা তথ্য প্রকাশ্যে চলে আসে সিস্টার ও নার্সদের তৎপরতায়।এরপরেই কালনা হাসপাতাল কতৃপক্ষের অভিযোগের ভিত্তিতে কালনা থানার পুলিশ এই ঘটনার সঙ্গে যুক্ত মেমারী থানা এলাকার বাসিন্দা সুমিত্রা যাদবকে আগেই কালনা থানা পুলিশ গ্রেফতার করে।আর তারপরেই শনিবার কালনা হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পরেই ওই শিশুর মা গ্রেফতার করা হয়।অভিযুক্তকে ১৪ দিন জেল হেপাজতে থাকার নির্দেশ দেন বিচারক,দুধের শিশুকে কোলে নিয়ে ১৪ দিন জেলেই থাকবেন অভিযুক্ত মা