নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: রবিবার ২২,ডিসেম্বর :: বর্ধমান শহরের লক্ষীপুর মাঠ এলাকায় ভুয়ো ডাক্তারকে বর্ধমান থানার পুলিশ গ্রেফতার করে বর্ধমান আদালতে পেশ করলো শনিবার। অভিযুক্তদের নাম দীপেশ কুমার প্রসাদ ও অশোক কুমার প্রসাদ সম্পর্কে বাবা ও ছেলে।
বাবা ছেলের কুকীর্তি সামনে আসতে চক্ষু চরক গাছ সকলের। প্যারামেডিকেল কোর্স করেই জেনারেল ফিজিশিয়ান এমবিবিএস এর মত ডিগ্রী লেখা বোর্ড ভিজিটিং কার্ড পাওয়া গেল তাদের চেম্বার থেকে।
গুণধর দুই ডাক্তারের ভিজিটিং কার্ডে উল্লেখিত ডিগ্রী দেখলেই কপালে উঠে যাবে চোখ। রম রমিয়ে চলছিল ব্যবসা, যা মানুষকে বোকা বানিয়ে ভুয়ো ডিগ্রীর আশ্রয় নিয়ে চলছিল। শুক্রবারেই তাদের গ্রেফতার করে বর্ধমান থানার পুলিশ।