নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: শুক্রবার ২৬,মে :: মন্দিরের তালা ভেঙে ঠাকুরের গহনা নিয়ে চম্পট দিল দুষ্কৃতিরা। ঘটনা ঘটেছে পূর্ব বর্ধমান জেলার দক্ষিণ সেহারা গ্রামের গঙ্গাধরের মন্দিরে। জানা গিয়েছে যে, মন্দিরের পরিষ্কার পরিচ্ছন্নতার দায়িত্বে যিনি রয়েছেন, শুক্রবার সকালবেলা তিনি মন্দিরে এসে দেখতে পান ঠাকুরের গায়ে কোন গহনা নেই।
কাল সন্ধ্যা থেকে ঝড় বৃষ্টি চলেছে রাত পর্যন্ত। তুমুল ঝড় বৃষ্টির মধ্যে ছিল না ইলেকট্রিসিটি। তারই মধ্যে সুযোগ বুঝেই দুষ্কৃতীরা ঠাকুরের গহনা নিয়ে চম্পট দিয়েছে বলে মনে করছেন এলাকা বাসি। সোনা রুপোর গহনা ছিল ঠাকুরের গায়ে। আনুমানিক দুই ভরির মতো সোনার গহনা ছিল বলে জানাচ্ছেন স্থানীয়রা।
ইতিমধ্যেই মন্দিরে এমন দুঃসাহসিক চুরির ঘটনার কথা জানানো হয়েছে স্থানীয় প্রশাসনকে। স্থানীয় প্রশাসন এসে মন্দির চত্বরে হাজির হন। এমনটাই জানান স্থানীয় বাসিন্দা উজ্জল ধাড়া। ইতিমধ্যেই এই ঘটনাকে কেন্দ্র করে সমগ্র এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।