নিজস্ব সংবাদদাতা :: সময় প্রবাহ :: কালিয়াচক :: এক মহিলাকে শ্লীলতাহানি করে ও মাথা পাঠানো হয় সেই মহিলার বাড়ি মগরা চন্ডীতলা এলাকায়। ওই মহিলা মেমারি থানায় অভিযোগ দায়ের করে অরুন ঢকের নামে এক ব্যাক্তির । মেমারি থানার পুলিশ নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে অরুণ ঢোককে গ্রেপ্তার করে ।
নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে বর্ধমান আদালতে পাঠায়।৯ মার্চ বুধবার পূর্ব বর্ধমান জেলার মেমারি ১ নম্বর ব্লকের মেমারি পৌরসভার অন্তর্গত সোনাপট্টির পোস্ট অফিস সংলগ্ন এলাকা থেকে এক মহিলাকে শ্রীলতাহানি করে বলে অভিযোগ