বর্ধমানে ম্যারাথন প্রচারে আসেন অরূপ বিশ্বাস। প্রথমে সংস্কৃতি লোকমঞ্চে কর্মীসভায় তিনি অংশ নেন।

নিজস্ব সংবাদদাতা  :: সংবাদ প্রবাহ :: বর্ধমান  :: এদিন পূর্ব বর্ধমান জেলায় ম্যারাথন প্রচারে আসেন অরূপ বিশ্বাস। প্রথমে সংস্কৃতি লোকমঞ্চে কর্মীসভায় তিনি অংশ নেন। সেখানে তার সাথে ছিলেন দলের জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় ; মন্ত্রী স্বপন দেবনাথ ; বিধায়ক খোকন দাস সহ দলের নেতারা। দলের বর্ধমান পুরসভার ৩৫ জন প্রার্থীকে এদিন উত্তরীয় পরিয়ে দেন অরূপ বিশ্বাস।

বর্ধমান পৌরসভা ভোটে তৃণমূলের প্রার্থী ঘোষণা হওয়ার পর থেকেই বর্ধমান শহর জুড়ে চলে বিক্ষোভ। এই বিষয়টি সম্পূর্ণভাবে অস্বীকার করে রাজ্যের মন্ত্রী অরুপ বিশ্বাস বলেন, আমাদের দল সংঘবদ্ধ, সুশৃঙ্খল দল। কোন ক্ষোভ বিক্ষোভ নাই । এদিন বর্ধমানে প্রচারে এসে বিজেপি নেতা রাহুল সিনহা দাবী করেন, সিবিআই ঢিলেমি না করলে রাজ্যে থেকে জেলার ৬০শতাংশ তৃণমূল নেতা জেলে থাকতেন। এই প্রসঙ্গে অরুপ বাবু বলেন, আগামী বছর পঞ্চায়েত নির্বাচনে জয়ী হন, তারপর অন্য কথা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seven − 2 =