নিজস্ব সংবাদদাতা :: বর্ধমান :: সংবাদ প্রবাহ :: রবিবার ২১,মে :: রবিবার সকালে ভয়াবহ আগুনে পুড়ে ছাই হয়ে গেলো মিলের অধিকাংশ অংশ।পুরে যায় টেবিল ফ্যান,ইলেকট্রিক বোর্ড,ইলেকট্রিকের অধিকাংশ তার সহ অনান্য যন্ত্রপাতি মিলের। আগুন নিয়ন্ত্রণে আনতে আসে ঘটনাস্থলে আসে দমকলের ইজ্ঞিন । আসে ইলেকট্রিসিটি বোর্ড।
ঘটনাটি ঘটে বর্ধমান শহরের আলমগঞ্জ এলাকায়।জানা গেছে, আলমগঞ্জ এলাকায় রয়েছে একটি কুরো-মিল। বেশ কয়েকদিন ধরে তা বন্ধ হয়ে পরে ছিলো। মিলের মালিক সমির নন্দী ধুয়ো দেখতে পায় বলে জানান। তারপরেই মিলের দরজা খুলতে বিধ্বংসী আগুন দেখতে পায়।দাউ দাউ করে জ্বলছে আগুন।
প্রচুর পরিমাণে কুরো মজুত থাকায় এই মিলে হঠাৎই ইলেকট্রিক্যাল শর্ট সার্কিট থেকে আগুন লেগে যায় বলে সমীরবাবু জানান ।সঙ্গে সঙ্গে আগুন ভয়াভহ আকার ধারণ করে। আগুনে আত্মঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা ।
খবর দেওয়া হয় দমকল বিভাগে। দমকলের একটি ইঞ্জিন এসে ঘন্টাখানেকর চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। কোন রকম হতাহতের খবর নাই। মিল কর্তৃপক্ষ থেকে জানানো হয়েছে, কয়েক লক্ষ টাকার কুরো ছিলো এই মিলের মধ্যে।