নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: সোমবার ২২,এপ্রিল :: বর্ধমান আরামবাগ রোডে ফের দুর্ঘটনা। পাথর বোঝাই লরি উল্টে গেল রাস্তার ধারে। ঘটনাটি ঘটেছে রবিবার রাতে আমলে বাজারের সন্নিকট বর্ধমান আরামবাগ রোডে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে যে,একটি পাথর বোঝাই লরি বর্ধমান থেকে আরামবাগের দিকে যাচ্ছিল।
আমলে বাজারের কাছে লরি একটি বাইক আরোহী কে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে উল্টে যায় সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ। ছুটে আসে স্থানীয়রা। এ দুর্ঘটনার ফলে বর্তমান আমরা রোডে কিছুক্ষণের জন্য যানজটের সৃষ্টি হয়। ঘটনা স্থলে পুলিশ এসে যানজট নিয়ন্ত্রণ করে।
লরিচালক আনন্দ বাউরী জানাচ্ছেন গাড়ি যদি উল্টে না যেত তাহলে লরির ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হতো ওই বাইক আরোহীর। তবে হতাহতের কোন খবর নেই। বারবার সতর্ক করা হলেও হুঁশ ফিরছেনা গাড়ি চালকদের। আর বর্তমান আরামবাগ রোডে দুর্ঘটনা তো এখন নিত্যদিনের সমস্যা হয়ে দাঁড়িয়েছে। দুর্ঘটনার ঠেকাতে তৎপর হয়েছে প্রশাসনও। কিন্তু হেলদোল নেই চালকদের একাংশের।