বর্ধমান কার্জন গেটের সামনে ধুনধুমার।এসএসসি-র প্যানেল বাতিলের প্রতিবাদে বাম ছাত্র-যুবদের বিক্ষোভ ঘিরে উত্তেজনা ।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: শনিবার ৫,এপ্রিল :: বর্ধমান কার্জন গেটের সামনে ধুনধুমার। এসএসসি-র প্যানেল বাতিলের প্রতিবাদে বাম ছাত্র-যুবদের বিক্ষোভ ঘিরে উত্তেজনা । পুলিশের সাথে ধস্তাধস্তি শুরু হয় বিক্ষোভকারীদের। ছত্রভঙ্গ করতে লাঠি উঁচিয়ে তাড়া পুলিশের । আহত বেশ কয়েকজন বিক্ষোভকারী, এস এফ আই এর ছাত্রদের মারধর করা হয় ।

এসএসসির প্যানেল বাতিল রাজ্য সরকারের অপদার্থতা ও দুর্নীতির জন্য হয়েছে তাই মুখ্যমন্ত্রী পদত্যাগের দাবিতে বর্ধমান কার্জন চত্বরে বিক্ষোভ ও প্রতিবাদ আন্দোলনের ডাক দেয় যুব সংগঠন। প্রথমে পার্কাস রোড় থেকে মিছিল করে এসে কার্জন গেটে রাস্তা অবরোধ করে। মুখ্যমন্ত্রী কুশ পুতুল পোড়াতে গেলে পুলিশ বাধা দিতেই শুরু হয় উত্তেজনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × 1 =