বর্ধমান-কালনা রোডের উপর ড্যাম্পিং গ্রাউন্ডে জমে থাকা আর্বজনা গরিয়ে রাস্তায় উপচে পড়ছে নির্বিকার প্রসাশন

উদয় ঘোষ :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: ড্যাম্পিং গ্রাউন্ডে জমে থাকা আর্বজনা গরিয়ে রাস্তায় পরে থাকায় যাতায়াতের অসুবিধা মুখে পরতে হচ্ছে বর্ধমান-কালনা রোডের উপর যাতায়াতকারীদের। সেই সাথে দুর্গন্ধের সঙ্গে রোগের প্রাদুর্ভাব নিয়ে আতঙ্কে দিন কাটছে এই কালনা রোড সংলগ্ন এগ্রিকালচার ফার্ম এলাকার বাসিন্দাদের।

শুধু এই এলাকাই নয় বর্ধমান-কালনা রোড দিয়ে যাতায়াতকারী হাজার হাজার মানুষের নিত্য যন্ত্রণার কারণ হয়ে দাঁড়িয়েছে বর্ধমান পুরসভার এই ডাম্পিং গ্রাউন্ড। প্রত্যেকদিনই আর্বজনা রাস্তায় পরে থাকায় বারছে ছোট ছোট পথ দূর্ঘটনার মতো ঘটনা। ফলে পরিস্থিতি ক্রমশই ভয়াবহ আকার নিচ্ছে। স্থানীয় সূত্রে জানা গেছে,

শহরের নোংরা আর্বজনা জমতে জমতে ডাম্পিং গ্রাউন্ড ভর্তী হয়ে যাওয়ায় গ্রাউন্ডে না ঢুকে বাইরে নোংরা ফেলে চলে যাচ্ছে পুরসভার গাড়ি। এর ফলে খোদ রাজ্য সড়কের উপরেই পড়ে থাকছে বর্ধমান শহরের ৩৫টি ওয়ার্ডের যাবতীয় জঞ্জাল, ময়লা, আবর্জনা।

এবিষয়ে বর্ধমান পুরসভার সহ-প্রসাশক আইনুল হক বলেন, আমরা নোংরা আর্বজনা বিহীন পরিষ্কার পরিচ্ছন্ন শহর উপহার দিতে চাই। শহরের ৩৫টি ওয়ার্ডের যাবতীয় আর্বজনা এই ডাম্পিং গ্রাউন্ডে পরছে, এক-দু দিন শ্রমিক অসুবিধা ছিলো বলে নোংরা রাস্তার পাশে চলে এসেছে। আমরা আর্বজনা প্রক্রিয়াকরণের কাজ শুরু করেছি, এক-দুদিনের মধ্যে মেশিনের মাধ্যেমে যাবতীয় নোংরা সারে রুপান্তরিত করে দেব।

বিজেপির সদর জেলার সম্পাদক শ্যামল রায় বলেন, তৃণমূল নেতারা নিজেদের মধ্যে খেওখেয়ি বন্ধ করে বর্ধমান-কালনা রোডের মতো গুরুত্বপূর্ণ রাস্তার পাশে ডাম্পিং গ্রাউন্ডের সমস্যাটা আগে মেটাক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen − 12 =