নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: সোমবার ১৭,মার্চ :: বর্ধমান কেন্দ্রীয় সংশোধনাগারে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হলেন সাজাপ্রাপ্ত আসামি । মৃতের নাম বিশ্বজিৎ সাঁতরা । বয়স ৩৩ বছর। মৃত ব্যক্তি হুগলি জেলার ধনেখালি থানার কুমরুল মাঝপাড়ার বাসিন্দা ছিলেন।
জানা যায়, ২০১৮ সালে তারকেশ্বর বিধানসভায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে তৃণমূলের এক কর্মী খুনের ঘটনায় তাকে দোষী সাব্যস্ত করা হয়েছিল।
এদিন সংশোধনাগারের বাথরুমে বিশ্বজিৎ সাঁতরাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান কর্তব্যরত পুলিশকর্মীরা। দ্রুত উদ্ধার করে তাকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
পরিবারের তরফে মৃতের পিসির অভিযোগ এই মৃত্যু স্বাভাবিক নয়। তাদের দাবি, জেলের ভেতরে বিশ্বজিৎকে নানাভাবে অত্যাচার করা হতো এবং একসঙ্গে অনেকগুলো ঘুমের ওষুধ খাওয়ানো হয়েছিল।
মৃতের পিসি জানান, কিছুদিন আগেও ফোনে বিশ্বজিৎ জানিয়েছিল যে, তাকে মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছে। পরিবারের সদস্যরা এই মৃত্যুর পূর্ণাঙ্গ তদন্তের দাবি তুলেছেন।এই ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ইতিমধ্যে।