বর্ধমান জেলার মন্তেশ্বরে দোকান ঘরে মশা তাড়ানোর জন্য ধোঁয়া দিতে গিয়ে আগুনে পুড়ে ভস্মীভূত তিনটি দোকান

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ ::বর্ধমান :: দোকান ঘরে মশা তাড়ানোর জন্য ধোঁয়া দিতে গিয়ে আগুনে পুড়ে ভস্মীভূত তিনটি দোকান ঘটনাটি ঘটেছে সোমবার গভীর রাত্রে পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বরে বামুনিয়া বাজারে ।

গতকাল রাতে প্রতিদিনের মত সন্ধের সময় মশা তাড়ানোর জন্য কাগজ পলিথিন জ্বালিয়ে ধোঁয়া দেন ব্যবসায়ী কৃষ্ণচন্দ্র প্রামানিক । রাত্রে আগুন নিভিয়ে দোকান বন্ধ করে রাত্রে বাড়ি চলে যান ।

অনুমান ওই আগুন সম্পূর্ণভাবে না নিবে ধিকি ধিকি জ্বলে দোকানে আগুন ধরে যায় সেই আগুনে পার্শ্ববর্তী দুটি দোকান ভস্মীভূত হয় একটি ফলের দোকান একটি চায়ের দোকান ও একটি তেলেভাজার দোকান সম্পূর্ণভাবে ভষ্মিভূত হয়, মঙ্গলবার সকালে কৃষ্ণ চন্দ্র প্রামাণিক স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ছুটে এসে দেখেন সব শেষ, এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে বামুনিয়া বাজারে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one + two =