নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: গঙ্গাসাগর :: সোমবার ২১,জুলাই :: আদি যোগী মন্দির পর্যন্ত দন্ডি কাটার ভিডিও ভাইরাল নেট দুনিয়ায়। শ্রাবণ মাস হিন্দু ধর্মের একটি অতি পবিত্র ও গুরুত্বপূর্ণ মাস।
শ্রাবণ মাসকে মহাদেব শিবের প্রিয় মাস বলে মনে করা হয়। পুরান মতে সমুদ্র মন্থনের সময় এই মাসে বিষ উৎপন্ন হয়েছিল যা মহাদেব পান করে বিশ্বরক্ষা করেন।
তাই মহাদেব শিবকে খুশি করতে এবার গঙ্গাসাগরের কপিলমুনির পাদদেশ থেকে দন্ডী কাটতে কাটতে চৌরঙ্গীর রুদ্রেশ্বর মন্দির পর্যন্ত যাচ্ছেন গঙ্গাসাগরের এক যুবক। এই তীব্র রোদ কে উপেক্ষা করে রাস্তার উপরে দণ্ডী কাটছেন মহাদেব কে খুশি করার জন্য।
তিনি বলেন আজ গঙ্গাসাগরের কালিবাজার পর্যন্ত তিনি দণ্ডী কাটতে কাটতে যাবেন। এবং রাত্রে কালিবাজারে কোন মন্দিরের রাত্রি যাপন করবেন। পরের দিন আবার সকাল থেকে এই রওনা শুরু হবে দন্ডী কাটতে কাটতে।