নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: রবিবার ১৭,ডিসেম্বর :: শুক্রবার দিনভর মহাসমারোহে বর্ধমানের কঙ্কালীতলায় গণবিবাহ সম্পন্ন হল। এবারে এই গণবিবাহের দশম বর্ষ। বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাসের উদ্যোগে এই অনুষ্ঠান এক উৎসবের রূপ নিয়েছে।
১২১ জোড়া নানা ধর্মের যুবক – যুবতীর সামাজিক বিয়ের অনুষ্ঠান হলো শুক্রবার । বর্ধমানের কাঞ্চন নগর কংকালেশ্বরী মন্দির মাঠে আয়োজিত এই গণ বিয়ের আসরে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টপাধ্যায়,মলয় ঘটক,চন্দ্রনাথ মুখোপাধ্যায়, স্বপন দেবনাথ, পার্থ ভোমিক,।
এছাড়া রবীন্দ্রনাথ চট্টপাধ্যায়,সহ একাধিক বিধায়ক, পুরসভার চেয়ারম্যান পরেশ সরকার,অনেক কাউন্সিলর উপস্থিত ছিলেন।উপস্থিত ছিলেন জেলাশাসক পূর্ণেন্দু মাজী ও পুলিশ সুপার আমনদীপ। অনুষ্ঠানের প্রধান উদ্যেক্তা বিধায়ক খোকন দাস বলেন অসহায় এই সমস্ত যুবক যুবতীর পাশে দাঁড়ানো এক সামাজিক কর্তব্য।