নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: পানাগড় :: শনিবার ২০,মে :: নিত্যদিন ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয় পানাগড় থেকে রেলপাড় যাওয়ার সময় রেলগেটে। বিশেষ করে স্কুল এবং অফিস যাওয়ার সময় ঘন ঘন কোলকাতা থেকে দিল্লি যাওয়ার রেলপথে ট্রেন চলাচল করায় দীর্ঘক্ষন রেলগেট পড়ে থাকায় সমস্যায় পড়তে হয় সাধারণ মানুষকে। এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি পানাগড় স্টেশন সংলগ্ন ১০৩ নম্বর রেল গেটের উপর স্থায়ী রেল ব্রিজ নির্মাণের।
এই বিষয়ে বর্ধমান দুর্গাপুরের সাংসদ এস এস আলুওয়ালিয়ার অভিযোগ রাজ্য সরকার এখনো পর্যন্ত জমি অধিগ্রহণ করতে পারেনি। যার কারণে পানাগড়ে রেল ব্রিজ নির্মাণ করা সম্ভব হয়ে ওঠেনি। স্থানীয়রা জানিয়েছেন প্রায় ২০ থেকে ২৫ টি গ্রাম রয়েছে যে গ্রামের মানুষেরা নিত্যদিন রেলগেট পারাপার করে পানাগড় বাজারে আসেন।
ওই রাস্তার উপর দিয়েই যাত্রীবাহী বাস সহ গাড়ি যানবাহন চলাচল করে। এলাকাটি জনবহুল হওয়ার কারণে নিত্যদিন ঘন্টার পর ঘন্টা রেলগেটে দাঁড়িয়ে থাকতে হয় সাধারণ মানুষকে। এলাকাবাসীর সমস্যার কথা স্বীকার করেছেন পানাগড়ের বাসিন্দা তথা পশ্চিম বর্ধমান জেলা পরিষদের সহ-সভাধিপতি সমীর বিশ্বাস।