নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: বুধবার ৮,অক্টোবর :: প্রায় দেড় কোটি টাকার চেক জালিয়াতির অভিযোগে গ্রেপ্তার হলেন বর্ধমান পৌরসভার অ্যাকাউন্টেন্ট সমীর রঞ্জন মুখার্জী।
মহারাষ্ট্রের হিংগনঘাট থানায় রুজু হওয়া মামলার ভিত্তিতে সোমবার রাতে মহারাষ্ট্র পুলিশ ও বর্ধমান থানার পুলিশের যৌথ অভিযানে তাঁকে গ্রেপ্তার করা হয়।মঙ্গলবার তাঁকে বর্ধমান জেলা আদালতে পেশ করলে আদালতের ভারপ্রাপ্ত সিজিএম তিন দিনের ট্রানজিট রিমান্ডে পাঠান। মামলার সূত্রে জানা গেছে, কনক জুয়েলার্সের কর্ণধার অনুপ কোঠারীর কাছে সোনা কেনার জন্য দুটি চেকের মাধ্যমে বিপুল অঙ্কের টাকা দেওয়া হয়েছিল।
প্রথম ধাপে ৪৮ লক্ষ ২১ হাজার টাকার একটি চেক ভাঙানো হয় এবং দ্বিতীয় ধাপে জমা দেওয়া হয় ৯৫ লক্ষ ৫৫ হাজার টাকার চেক।
প্রথমটির টাকা উঠে গেলেও দ্বিতীয় চেক আটকে যায় এবং তাতেই জালিয়াতির ঘটনা প্রকাশ্যে আসে। এই অভিযোগের ভিত্তিতে মহারাষ্ট্রে ২০২৪ সালে দুটি মামলা রুজু হয়।
অভিযোগ, এই ঘটনায় অভিযুক্ত সমীর রঞ্জন মুখার্জীর সাথে এই মামলায় অন্যতম অভিযুক্ত বিনোদ নামদেভারো মেতা, তুষার মূর্তিধর হার্ণে ও ভূষন মাহেন্দ্রা পান্ধ্রের যোগসূত্র পাওয়া যায়।
ধৃতদের কল রেকর্ডিং যাচাই করে তাদের মধ্যে যোগসূত্র প্রমানিত হয়। তবে বর্ধমান পৌর কতৃপক্ষের দাবি, অভিযুক্ত কর্মীকে ভুলভাবে ফাঁসানো হচ্ছে।
বর্ধমান পুরসভার চেয়ারম্যান পরেশচন্দ্র সরকার বলেন,“ঘটনা জানার পরেই আমরা ব্যাঙ্ক ও পুলিশের কাছে অভিযোগ জানাই। পরে টাকা ফেরত পাওয়া গেছে। তদন্ত চলছে—যাঁরা জড়িত, তাঁদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে”।