নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: শুক্রবার ১২,ডিসেম্বর :: কৃষ্ণনগরে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করলেন পথশ্রী প্রকল্পের। রাজ্যজুড়ে রাস্তাঘাটের পরিকাঠামো আরও উন্নত করতে সরকারের এই বৃহৎ উদ্যোগের সঙ্গে তাল মিলিয়ে একই সময়ে বর্ধমান পৌরসভাতেও লঞ্চ করা হয় প্রকল্পটি।
বর্ধমান পৌরসভার চেয়ারম্যান পরেশ চন্দ্র সরকার জানান, শহরের মোট ১৬৭ টি রাস্তা পথশ্রী প্রকল্পে অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মধ্যে ১০টি রাস্তা ইতিমধ্যেই অন্য সরকারি স্কিমের অধীনে কাজের প্রক্রিয়ায় রয়েছে। বাকিগুলোর ক্ষেত্রেও পৌরসভার তরফে দ্রুত পদক্ষেপ নেওয়া হয়েছে।
চেয়ারম্যানের বক্তব্য, ১৬৭টির মধ্যে ১৬৬টি রাস্তায় প্রয়োজনীয় পদক্রম গ্রহণ করা হয়েছে। মাত্র একটি রাস্তা সামান্য প্রযুক্তিগত জটিলতার কারণে আটকে আছে, তবে সেখানেও খুব শীঘ্রই সমস্যা মিটিয়ে কাজ শুরু করা হবে।
পথশ্রী প্রকল্পের মাধ্যমে শহরের রাস্তাঘাটের মানোন্নয়ন, যাতায়াতের সুবিধা বৃদ্ধি এবং সামগ্রিক নাগরিক পরিষেবা আরও গতি পাবে বলে মনে করছে প্রশাসন। বর্ধমানের বাসিন্দাদের মতে, দীর্ঘদিনের দাবি পূরণে এই উদ্যোগ শহরের উন্নয়নযাত্রায় এক গুরুত্বপূর্ণ অধ্যায় যোগ করবে।

