নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: মঙ্গলবার ৪,মার্চ :: বর্ধমান বিশ্ববিদ্যালয়ের গোলাপবাগ ক্যাম্পাসে পোস্টার লাগাতে গিয়ে বাধার সম্মুখীন হল এসএফআই কর্মী-সমর্থকরা। অভিযোগ, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের গোলাপবাগ ক্যাম্পাস চত্বরে শান্তিপূর্ণভাবে অবস্থান বিক্ষোভ এর সময় পোস্টারিং করতে গেলে নিরাপত্তারক্ষীরা তাদের বাধা দেন।
এরপর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং এসএফআই কর্মী-সমর্থকদের সঙ্গে নিরাপত্তারক্ষীদের বাগবিতণ্ডা শুরু হয়। তবে শেষ পর্যন্ত অবস্থান বিক্ষোভের পাশাপাশি পোস্টার লাগাতে সক্ষম হন এসএফআই সমর্থকরা।
এসএফআই নেত্রী উষসী রায়চৌধুরী বলেন, “বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের নিজস্ব মত প্রকাশের অধিকার রয়েছে। সংগঠনের পোস্টার ও ব্যানার লাগানোর অধিকারও সবার রয়েছে।কিন্তু সেই অধিকার খর্ব করতে চেয়েছিলেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের এক নিরাপত্তারক্ষী”।
তিনি আরও অভিযোগ করেন, “নিরাপত্তারক্ষী আমাদের বলেন, পোস্টারিং করতে হলে অনুমতি নিতে হবে। তখন আমরা পাল্টা প্রশ্ন করি, তাহলে অন্যান্য রাজনৈতিক সংগঠনের পোস্টার কীভাবে লাগানো হয়েছে? এর কোনো সদুত্তর না দিয়েই বাধা দেওয়া হয় আমাদের। এরপর আমরা অবস্থান বিক্ষোভ পাশাপাশি পোস্টারিং চালিয়ে যাই”।
এই ঘটনায় বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা ব্যবস্থা ও প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। ছাত্র সংগঠনগুলির দাবি, ক্যাম্পাসে গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করতে হবে এবং ছাত্রদের কণ্ঠরোধের চেষ্টা করলে তারা বৃহত্তর আন্দোলনে নামবে।