নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: শনিবার ১০,ফেব্রুয়ারি :: ভারতের ছাত্র ফেডারেশন বর্ধমান বিশ্ববিদ্যালয় লোকাল কমিটির পক্ষ থেকে বর্ধমান বিশ্ব বিদ্যালয়ের গোলাপবাগ ক্যাম্পাসের অভ্যন্তরে কেন্দ্র ও রাজ্য সরকারের শিক্ষাখাতে ব্যয়বরাদ্দ বৃদ্ধির দাবি নিয়ে বিক্ষোভ সভা করেন ।
তারা জানান ইতিমধ্যে কেন্দ্রীয় ও রাজ্য সরকার ২০২৪-২৫ অর্থবর্ষের বাজেট ঘোষণা করেছে।এই বাজেটে শিক্ষা ব্যবস্থার বিভিন্ন খাতে ব্যয়বরাদ্দ কমেছে। যা আগামী দিনে ছাত্র ছাত্রীদের উচ্চশিক্ষার স্তরে বিপত্তি হয়ে দেখা দেবে।এদিনের ওই সভায় কেন্দ্রীয় বাজেটের কপি পোড়ানো হয় এবং সাধারণ ছাত্রছাত্রীদের মধ্যে ছাত্র বিরোধী নয়া জাতীয় শিক্ষানীতি ও এই বাজেটকে কেন্দ্র করে পোষ্টারিং ক্যাম্পিনিং করা হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ভারতের ছাত্র ফেডারেশন পূর্ব বর্ধমান জেলা ।