নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: শনিবার ৮,নভেম্বর :: বর্ধমান বোলপুর জাতীয় সড়কে দুর্ঘটনার কবলে অ্যাম্বুল্যান্স। নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একাধিক বাইক ও সাইকেলে ধাক্কা দিয়ে দোকানে ঢুকে যায় গাড়িটি।
শুক্রবার রাতে পূর্ব বর্ধমানের দেওয়ানদিঘী থানার মাহিনগর মোর এলাকায় ঘটা দুর্ঘটনায় আহত চারজন। অভিযোগ, মদ্যপ অবস্থায় অতিরিক্ত গতিতে গাড়ি চালাচ্ছিলেন চালক। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, ১১৪ নং জাতীয় সড়ক ধরে বর্ধমানের দিক থেকে একটি ফাঁকা অ্যাম্বুল্যান্স বোলপুরের দিকে যাচ্ছিল।
মাহিনগর মোড়ের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা কয়েকটি বাইক এবং সাইকেলকে ধাক্কা মেরে একটি দোকানে ঢুকে যায়। স্বাভাবিকভাবেই সন্ধ্যায় গ্রামের মোড় সংলগ্ন রাস্তায় ভিড় ছিল তার মধ্যে এধরনের ঘটনা ঘটায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দেওয়ানদিঘী থানার পুলিশ। অ্যাম্বুলেন্সের চালক এবং সহযোগীকে আটক করে নিয়ে যায়। প্রত্যক্ষদর্শীরা জানান দ্রুতগতিতে অ্যাম্বুলেন্সটি রাস্তার ধারে দোকানের সজরে এসে আঘাত করে।
দোকানের সামনে দাঁড়িয়ে থাকা গাড়িগুলি ক্ষতিগ্রস্ত হয়। অ্যাম্বুলেন্স এর ভেতর মদের বোতল দেখা যায় চালকও ছিল মদ্যপ।

