নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: মঙ্গলবার ২৮,অক্টোবর :: বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে রোগিনীর মেয়ের শ্লীলতাহানি এবং তাকে মারধরের অভিযোগে গ্রেফতার এক ওয়ার্ডবয় ।
ধৃতের নাম বিশ্বজিৎ দে ওরফে বাপ্পা। বর্ধমান শহরের বাবুরবাগ কালীতলা এলাকায় তার বাড়ি। সে হাসপাতালে ২১ বছর ধরে ওয়ার্ডবয়ের কাজ করছে।
জানা গিয়েছে,ওই আদিবাসী মহিলার মা কয়েকদিন ধরে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। হাসপাতালের নিউ বিল্ডিংয়ের ফিমেল চেস্ট ওয়ার্ডে তার চিকিৎসা চলছে। শনিবার থেকে মায়ের কাছে রয়েছেন ওই মহিলা। তিনি হাসপাতালে আসার পর থেকেই অভিযুক্ত তাকে কুইঙ্গিত করছিল।
রবিবার সন্ধ্যায় ওয়ার্ডে মায়ের সঙ্গে ছিলেন ওই মহিলা।সেই সময় আচমকা সেখানে আসে ওয়ার্ডবয় বিশ্বজিৎ। ঘরে ঢুকেই সে আলো নিভিয়ে দেয়। এরপর পিছন থেকে সে মহিলাকে জড়িয়ে ধরে। মহিলার শ্লীলতাহানি করে। এমনকি তার শাড়ি টেনে খুলে দেয়।
মহিলা চিৎকার করলে তার মুখ টিপে ধরে অভিযুক্ত। মহিলাকে তখন সে কিল, চড় ও ঘুষি মারে। নিজেকে কোনও রকমে মুক্ত করে মহিলা চিৎকার জুড়ে দেন। তা শুনে হাসপাতালের লোকজন সেখানে পৌঁছান। তারা লাইট জ্বালিয়ে দেন। তখন অভিযুক্ত দৌড়ে পালিয়ে যায়। এরপর ওই মহিলা পুলিশে অভিযোগ দায়ের করেন।
কেস রুজু করার পর তদন্তকারী অফিসার হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন। ওয়ার্ডের চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীদের সঙ্গে কথা বলে ঘটনার বিষয়ে জানেন।
এমনকি ওয়ার্ডের সিসি ক্যামেরার ফুটেজও সংগ্রহ করেন তদন্তকারী অফিসার। তার ভিত্তিতে ঘটনায় ওয়ার্ডবয়ের জড়িত থাকার বিষয়ে নিশ্চিত হওয়ার পরই তাকে গ্রেপ্তার করা হয়।

