উদয় ঘোষ :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: বর্ধমান মেডিক্যাল কলেজে চুরি ও অসামাজিক কাজ কর্ম রুখতে হাসপাতলে সি সি ক্যামেরা দিয়ে মুড়ে দিতে চলেছে কর্তৃপক্ষ। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে , বর্তমানে হাসপাতাল চত্তরে 139 টি ক্যামেরা রয়েছে।তার মধ্যে 28 টি মেডিক্যাল কলেজের রাস্তায় আছে।
আরো 35 টি নতুন ক্যামেরা লাগানো হবে।রুগী কল্যাণ সমিতির বৈঠকে সবুজ সংকেত মিলেই কাজ শুরু হবে বলে হাসপাতালের সুপার ডাক্তার তাপস ঘোষ জানান।
হাসপাতাল ক্যামেরা দিয়ে মুড়ে রাখার কারণ, রাতের অন্ধকারে অনেক অসামাজিক কাজ হয়ে থাকে হাসপাতাল চত্তরে।এ ছাড়াও ওয়ার্ড এর ভিতর রোগীর পরিজন ঝামেলা করে, এবং অনেক সময় চিকিৎসার গাফিলতির অভিযোগ ওঠে, এইসব বিষয় নজরদারি করার জন্যই এত ক্যামেরা বসানো হচ্ছে। বেশ কিছু জায়গায় ক্যামেরা না থাকায় বাইক চুরি হচ্ছে।ক্যামেরা না থাকায় দোষীদের চিহ্নিত করা যাচ্ছে না।তাই কর্তৃপক্ষের এই পদক্ষেপ