বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা ব্যাবস্থা কে চাঙ্গা করতে হাসপাতলে আরো নতুন 25 টি ইন্টারকম লাগানো হচ্ছে। এতে করে চিকিৎসা ব্যবস্থা আরো স্বচ্ছ করা যাবে বলে হাসপাতাল কর্তৃপক্ষের দাবি।হাসপাতাল সূত্রে জানা গিয়েছে অনেক সময় রোগীর চিকিৎসার বিষয় জানতে গেলে সংশ্লিষ্ট বিভাগে লোক পাঠিয়ে বিভাগে গিয়ে খোঁজ নিতে হয়।
এতে অনেক সময় লেগে যায়। চিকিৎসা করার পরামর্শ দিতে দেরি হয়।এছাড়াও বিভাগের সুবিধা অসুবিধা জানাতে গেলে একটা বিশাল সময় লাগে।এদিকে নজর রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।হাসপাতালের একাউন্ট অফিসার শুভঙ্কর মল্লিক বলেন, বর্তমানে হাসপাতালে 50 টি ইন্টারকম রয়েছে, আরো নতুন 25 টি বসানো হবে। এতে চিকিৎসা পরিষেবা আর তাড়াতাড়ি দেওয়া যাবে বলে দাবি করেন।