উদয় ঘোষ :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: বৃহস্পতিবার বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা করতে এসে এক ক্যানসার রোগীর মৃত্যু কে ঘিরে উত্তেজনা ছড়ায় হাসপাতালের আউটডোর বিভাগে। খবর পেয়ে হাসপাতাল ক্যাম্পের পুলিশ ঘটনা স্থলে পৌঁছায়ে পরিস্থিতি সামাল দেয়।পরে বর্ধমান থানার আইসি সুখময় চক্রবর্তী হাসপাতালে এসে ঘটনার বিষয় খতিয়ে দেখেন।
মৃত এর নাম শেখ হোসেন আলি (৬০)। রায়না থানার মাদা গ্রামে তার বাড়ি। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে হোসেন বাবু দীর্ঘ দিন ধরে ক্যানসার রোগে ভুগছিলেন।কলকাতার পি জি হাসপাতালে তাঁর চিকিৎসা চলছিলো।এই দিন কলকাতায় পি জি তে কেমো নিতে যাবার সময় তিনি অসুস্থ হয়ে পড়েন।তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে আউটডোরে নিয়ে আসা হয়।সেখানেই তিনি মারা যান।
মৃতের মেয়ে রোজিনা বেগেমর অভিযোগ ডাক্তার বাবুকে বার বার বাবাকে দেখার জন্য বলা হলে, ডাক্তার বাবু তাঁর কথা কর্ণপাত করেন নি।যদি একটু দেখে দিতেন তা হলে বাবাকে বাঁচান যেত।হাসপাতলের সুপার ডাক্তার তাপস ঘোষ বলেন রোগীটির ক্যানসার ছিলো।আজ অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসা করতে আসে।চিকিৎসা করার আগেই তিনি মারা যান।