নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: চন্দননগর :: শুক্রবার ২,আগস্ট :: বর্ধমান মেন লাইনের চুঁচুড়া ও চন্দননগরের মধ্যে দেবীপুর এলাকায় আপ লাইনের ধারে ভয়াবহ ধস। একটা বৃষ্টির জেরেই এই ধস বলে প্রাথমিক অনুমান রেলওয়ে কর্তৃপক্ষের। সকালে এলাকার এক ব্যক্তির কাছ থেকে খবর পাওয়ার পরই আপ হুল এক্সপ্রেস কিছুক্ষণের জন্য চন্দননগর স্টেশনে দাঁড় করিয়ে দেওয়া হয় বলে সূত্রের খবর।
কিছুক্ষণ পর অবশ্যই ধীরগতিতে ওই এলাকা পেরিয়ে গন্তব্যের দিকে যাত্রা করে হুল এক্সপ্রেস। বৃষ্টির মধ্যেই রেলের ইঞ্জিনিয়াররা এসে ঘটনাস্থল পরিদর্শন করে কি করা যায় তা নিয়ে তদারকি শুরু করেছেন। আপাতত আপের গাড়ি ওই এলাকা থেকে ধীরগতিতে পাস করানো হচ্ছে।
বিগত কয়েক মাসে দেশের বিভিন্ন প্রান্তে একের পর এক ট্রেন দুর্ঘটনার ঘটনা ঘটেছে। এ হেন পরিস্থিতিতে প্রায় ১৫ থেকে ২০ ফুট এলাকা জুড়ে পাশে পুকুরের দিকে বেশ কয়েকটি স্লিপার সহ মাটি ধসে পড়ায় স্থানীয়রা চিন্তিত।
তারা চান অবিলম্বে ধস মেরামত করা হোক। ধসের অংশে থাকা ফলন পেঁপে গাছ সহ কচুবনের একটি বড় অংশ পুকুরে তলিয়ে গিয়েছে। ঘটনার রেলের ইঞ্জিনিয়ারদের পাশাপাশি রয়েছেন আরপিএফ কর্মীরাও।