নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: রবিবার ২৮,জুলাই :: বর্ধমান শহরের অন্যতম দূর্গা পুজো গুলির মধ্যে সর্বমিলন সংঘের দুর্গাপুজোর খুঁটিপুজো অনুষ্ঠিত হলো।এই খুঁটিপূজায় উপস্থিত ছিলেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস। ৬৫ তম বর্ষের এই পুজোর এবারের থিম বৈষ্ণব দেবীর মন্দির।
মাননীয় বিধায়ক খোকন দাস জানান পূর্ব বর্ধমান জেলার মানুষের ঢলে নেমে আসবে সর্বমিলন সংঘের দুর্গাপুজো মণ্ডপ দেখতে। তিনি উদ্যোক্তাদের কাছে অনুরোধ রাখেন দুর্গাপুজোর পর বর্ধমান শহরে কার্নিভাল অনুষ্ঠিত হবে ১৪ই অক্টোবর সেই কার্নিভালে সর্বমিলন সংঘ যেন অংশগ্রহণ করে।
পাশাপাশি তিনি জানান রাজ্য সরকার যেমন আর্থিক অনুদান বাড়িয়ে ৮৫ হাজার টাকা করেছে তেমনি এ বছর বিদ্যুতের বিলের ওপর ৭৫% ছাড় দিয়ে মাত্র ২৫% দেওয়ার কথাই বলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।