নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: সোমবার ১৬,ডিসেম্বর :: বর্ধমান শহরের কাঞ্চননগর কঙ্কালেশ্বরি কালীমন্দিরে রবিবার রাতে ১২৫ জোড়া নব দম্পতির চার হাত এক হলো। শুধু বর্ধমান শহর বা বর্ধমান জেলাই নয় ভিন জেলা এবং ভিন রাজ্য থেকে আসা এই পাত্র-পাত্রীদের নিয়ে গণ বিবাহের আয়োজন করেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস।
১১ তম বর্ষে এই গণবিবাহ উপলক্ষে পাত্র-পাত্রীদের দেওয়া হয় একটি এলআইসি বন্ড এবং খাট, ড্রেসিং টেবিল, আলমারি, আলনা সহ ২১ ইঞ্চি এলইডি টিভি, বাইসাইকেল, সেলাই মেশিন। পাত্র-পাত্রী দের দেওয়া হয় সোনার আংটি নাকছাবি। নব দম্পতির এক মাসের আহারের জন্য দেওয়া হয় এক বস্তা চাল ডাল তেল নুন আলু সহ নানা ধরনের জিনিসপত্র।
১১ তম এই গণবিবাহ অনুষ্ঠান উপলক্ষে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায়, শ্রীকান্ত মাহাতো, প্রদীপ মজুমদার স্বপন দেবনাথ সহ বিশিষ্ট চলচ্চিত্র অভিনেতা অঙ্কুশ ও এক ঝাঁক বিধায়ক বিধায়িকা এবং বর্ধমান পৌরসভার কাউন্সিলররা। এদিনের গণবিবাহ অনুষ্ঠানে ১২৫ জোড়া পাত্র পাত্রীর সঙ্গে আরো প্রায় দশ হাজার মানুষের আহারের ও ব্যবস্থা করা হয়েছে বলে জানান খোকন দাস।