নিজস্ব প্রতিনিধি :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: মঙ্গলবার ২০,জানুয়ারি :: বর্ধমান শহরের কালনা গেট সংলগ্ন লোকো গোলঘর এলাকায় ভাড়া বাড়ি থেকে এক যুবক ও এক যুবতীর পচাগলা দেহ উদ্ধারে তীব্র চাঞ্চল্য ছড়াল। এই ঘটনায় এলাকায় এবং পরিবারে নেমে এসেছে শোকের ছায়া
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই এলাকার বাসিন্দারা একটি বাড়ি থেকে তীব্র পচা গন্ধ পান। এরপরই বর্ধমান সদর থানায় খবর দেওয়া হয়। খবর পেয়ে তৎক্ষণাৎ বর্ধমান সদর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাড়ির দরজা ভেঙে ভেতর থেকে এক যুবক ও এক যুবতীর মৃতদেহ উদ্ধার করে।
মৃত যুবকের নাম আকাশ। তার বাড়ি বর্ধমান শহরের বড়নীলপুর বটতলা এলাকায়। মৃত যুবতীর নাম দেবলীনা কর, বাড়ি শাঁখারি পুকুর এলাকায়।মৃত যুবক পেশায় ফটোগ্রাফি করতো বিভিন্ন অনুষ্ঠানে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আকাশ ও দেবলিনা করের বিয়ের কথা পাকাপাকি হয়েছিল। তারা কালনা গেট সংলগ্ন লোকো গোলঘর এলাকায় একটি বাড়িতে ভাড়া থাকতেন।
স্থানীয় বাসিন্দাদের দাবি, ওই যুবক ও যুবতীকে খুব একটা বাইরে দেখা যেত না। অনেক সময় গভীর রাতেই তারা বাড়ি ফিরত । মৃত আকাশের এক বন্ধু জানায় , আকাশ খুবই চাপা স্বভাবের ছিল।
কয়েকদিন আগেও সে ফটোগ্রাফির কাজ করেছে। হঠাৎ করে এমন ঘটনা ঘটবে, তা কেউ ভাবতে পারেননি। ঘটনার প্রকৃত কারণ জানতে পুরো বিষয়টি খতিয়ে দেখছে বর্ধমান সদর থানার পুলিশ।

