নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: বুধবার ১২,মার্চ :: বর্ধমান শহরের কালীবাজার মোড়ের কাছে জিটি রোডের পাশে গড়ে উঠেছে একটি বিশাল আটতলা বিল্ডিং । যা পুরোটাই বেআইনিভাবে নির্মিত বলে অভিযোগ তুলেছে বর্ধমান পুরসভা। কোনও অনুমোদন ছাড়াই এই বিল্ডিং নির্মাণ করা হয়েছে বলে জানানো হয়েছে।
গত বছরের ডিসেম্বরের শুরুতেই বর্ধমান পুরসভার চেয়ারম্যান পরেশ চন্দ্র সরকার ওই বিল্ডিং পরিদর্শনে গিয়ে কাজ বন্ধ করার নির্দেশ দেন এবং সমস্ত নথিপত্র জমা দেওয়ার নির্দেশ দেন। তবে বাড়ির মালিক তুহিনকান্তি বন্দ্যোপাধ্যায় সেই নির্দেশ অগ্রাহ্য করেন এবং কোনও নথিপত্র জমা দেননি বলে অভিযোগ।
এরপরই পুরসভার তরফে বিল্ডিং ভাঙার নোটিস জারি করা হয়েছে এবং ১৫ দিনের মধ্যে বিল্ডিং ভেঙে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশ না মানলে আইনি পদক্ষেপ নেওয়া হবে বলেও জানানো হয়েছে। অন্যদিকে, বাড়ির মালিক তুহিনকান্তি বন্দ্যোপাধ্যায় জানান , ইতিমধ্যেই আদালতের দ্বারস্থ হয়েছেন ও আদালতের নির্দেশ মেনে চলার চেষ্টা করছেন ।