নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: শুক্রবার ২৭,ডিসেম্বর :: বর্ধমান শহরের খালাসিপাড়া এলাকা থেকে এক ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করল বর্ধমান থানার পুলিশ। মৃত ব্যক্তির নাম মোঃ আব্দুল রাকিব বয়স ৩১বছর। খালাসী পাড়ার মসজিদ তলায় তার বাড়ি।
মৃতের পরিবার সূত্রে জানা গেছে এদিন সকালে তাকে ঘরের মধ্যে গলায় দড়ির ফাঁস লাগানো অবস্থায় ঝুলন্ত দেখতে পায়। খবর দেওয়া হয় বর্ধমান সদর থানায় পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে। পরিবারের দাবি সে নেশা করত আর নেশার ঘোরেই হয়তো সে এধরনের কাজ করেছে। এদিন বর্ধমান থানার পুলিশ মৃতদেহটি ময়নতদন্তের জন্য পাঠায় বর্ধমান মেডিকেল কলেজ মর্গে।