নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: শুক্রবার ৪,এপ্রিল :: এসএসসি নিয়োগ দুর্নীতির প্রতিবাদে বর্ধমান শহরের পারবিরহাটা ঘড়ির মোড়ে বিজেপির পূর্ব বর্ধমান জেলা কমিটির পক্ষ থেকে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। পুলিশ ও র্যাফ মোতায়েন থাকলেও বিক্ষোভকারীরা প্রথমে সেখানে অবস্থান-বিক্ষোভ করে এবং পরে মিছিল করে টাউন হল পর্যন্ত যায়।
টাউন হল চত্বরে পৌঁছে বিজেপি কর্মীরা রাস্তার ওপর বসে পড়ে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে স্লোগান দিতে থাকেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে রাস্তা অবরোধ করে বিক্ষোভ শুরু হয়।
পুলিশের সঙ্গে ধস্তাধস্তির ঘটনা ঘটে, যখন বিজেপি কর্মীরা টায়ার জ্বালিয়ে প্রতিবাদ জানাতে গেলে পুলিশ বাধা দেয়। এছাড়া, মুখ্যমন্ত্রীর ছবি পোড়াতে গেলে পুলিশ বাধা দিলেও শেষ পর্যন্ত বিক্ষোভকারীরা টায়ারে আগুন জ্বালিয়ে এবং ছবি পুড়িয়ে প্রতিবাদ চালিয়ে যায়।
জেলা বিজেপি সভাপতি অভিজিৎ তা বলেন, “সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী, ২০১৬ সালের এসএসসি প্যানেলে নিয়োগপ্রাপ্ত প্রায় ২৬,০০০ শিক্ষকের চাকরি চলে গেছে।
এই দুর্নীতির মূল হোতা তৃণমূল কংগ্রেস, যেখানে ছোট থেকে বড়—সব স্তরের নেতারা এবং তৎকালীন শিক্ষামন্ত্রী পর্যন্ত ঘুষ নিয়ে চাকরি দিয়েছেন, যার ফল ভোগ করতে হলো বহু যোগ্য শিক্ষক-শিক্ষিকাদের।
সুপ্রিম কোর্ট বারবার বলেছিল যোগ্য ব্যক্তিদের তালিকা দিতে সেই তালিকা দিতে পারেনি রাজ্য। পশ্চিমবাংলার বেকার যুবক যুবতীদের কি অন্যায় আছে? তারা তো নির্দিষ্ট নিয়ম মেনে আবেদন করেছিল। ৫০০-১০০০ টাকার বিনিময়ে ফরম ফিলাপ করেছিল। আমরা মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করছি”।