উদয় ঘোষ :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: এখন থেকে বর্ধমান শহরের বাড়ি ভাড়া নিতে গেলে বর্ধমান থানায় রেজিস্ট্রেশন করার পরই মিলবে বাড়ি ভাড়া।যদি কেউ রেজিস্ট্রেশন না করে বাড়ি ভাড়া দেয় তবে সেই বাড়ির মালিক এর উপর আইনত ব্যবস্থা নেওয়া হবে। এনিয়ে বৃহস্পতিবার দুপুরে শহরের খাগড়াগর এলাকায় বর্ধমান থানার আই সি মাইকিং করে সচেতন প্রচার করেন।তিনি বলেন যারা ভাড়া রয়েছেন ও যারা নতুন ভাড়াটে বসবেন ,তাঁরা যেনো থানা থেকে রেজিস্ট্রেশন ফর্ম নিয়ে ভোটের কার্ড ও আধার কার্ড এর জেরক্স কপি দিয়ে জমা করতে হবে।তিনদিনের মধ্যে রেজিস্ট্রেশান করতে হবে। পুলিশ সূত্রে জানা গিয়েছে শহরে বেশ কয়েক দিন ধরে চুরির ঘটনা ঘটে গেছে।পুলিশ মনে করছে বাইরে থেকে লোক এসে এখানে ভাড়া বাড়ি নিয়ে থাকছে।এই চুরি সঙ্গে তারও জড়িত থাকতে পারে বলে সন্দেহ পুলিশের। তাই এই পদক্ষেপ।