নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: শুক্রবার ৯,আগস্ট :: বর্ধমান শহরের লস্কর দিঘির জামাই বাংলাদেশের প্রধান উপদেষ্টার পদে। লস্কর দিঘী থেকে তার শ্যালক আশফাক হোসেন খুশি জামাইবাবুর এই সাফল্যে।
শান্তিতে নোবেল পুরস্কার প্রাপ্ত অর্থনীতিবিদ ডক্টর মোঃ ইউনুসকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন প্রধান উপদেষ্টা পদে নিযুক্ত করায় বর্ধমানের লস্করদিঘী এলাকার তার শ্বশুরবাড়ির লোকেদের শুভেচ্ছার ঢল। বাংলাদেশের সাথে ভারতের সুসম্পর্ক বজায় রাখার কথা বললেন তার শ্যালক আশফাক হোসেন। এছাড়া তিনি বাংলাদেশের ভিসা পাওয়ার ব্যাপারে সেই দেশের সরকারকে দৃষ্টি আকর্ষণ করার কথা বলেন।
কোটা আন্দোলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করার পরেই দেশ ছাড়েন। তার পর থেকেই সমগ্র বাংলাদেশে চরম অশান্তি সৃষ্টি হয়। জ্বলতে থাকে বহু সরকারি দপ্তর। আন্দোলন করতে গিয়ে মৃত্যু হয় বহু ছাত্র সহ-সাধারণ মানুষের।
রাষ্ট্রপতি সচিব জয়নাল আবেদীন অর্থনীতিবিদ ডক্টর মোঃ ইউনুসকে অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী পদে বসান। আর এতেই শহর বর্ধমানের লস্কর দীঘিতে তার আত্মীয়র বাড়িতে খুশির হাওয়া বইতে থাকে ।