বর্ধমান শহরের লোকো আমবাগান কালী মন্দিরের পাশে রেলের পক্ষ থেকে বৃহস্পতিবার বস্তি উচ্ছেদ করতে গেলে বাধার মুখে পড়ে আরপিএফরা

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: বৃহস্পতিবার ২৯,আগস্ট :: বর্ধমান শহরের লোকো আমবাগান কালী মন্দিরের পাশে রেলের পক্ষ থেকে বৃহস্পতিবার বস্তি উচ্ছেদ করতে গেলে বাধার মুখে পড়ে আরপিএফরা এলাকাবাসীদের কাছে। শুরু হয় বচসা আরপিএফদের সঙ্গে এলাকাবাসীদের।রাস্তা আটকে দেয় এলাকাবাসীরা।

ওই এলাকায় বেশ কিছুদিন আগে রেলের পক্ষ থেকে নোটিশ জারি করা হয় ভাঙ্গা হবে বস্তি এদিন ভাঙতে গিয়ে রাস্তায় বাধা হয়ে দাঁড়ালো এলাকার মহিলা সহ পুরুষরা।। অবশেষে ফেরত যেতে হলো আরপিএফ জওয়ানদের। জানা গেছে কিছুদিন আগে একটি দুর্ঘটনা ঘটেছিল ওই স্থানে তারপর ওই স্থানের দুটি ঘর ভাঙ্গার ব্যাপারে তৎপর ছিল আরপিএফ।

এলাকার বিশিষ্ট ব্যক্তি শিব শংকর ঘোষ জানান যে দুটি ঘর নিয়ে অসুবিধার মধ্যে আছে আরপিএফ এলাকাবাসীর সঙ্গে কথা বলে ঠিক করা হবে কি করা যায় তারপর আরপিএফ কে জানানো হবে। অবশেষে বস্তিঘর না ভেঙে ফেরত যেতে হল আরপিএফ কে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × 5 =