নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: মঙ্গলবার ১৮,ফেব্রুয়ারি :: বর্ধমান সদর প্যায়ারা নিউট্রিশন ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে একলক্ষী বিবেকানন্দ মিলন সংঘের প্রাঙ্গণে স্বাস্থ্য বিকাশ প্রকল্পের আওতায় আয়োজিত হল এক রক্তদান শিবিরের।
৭০ জন রক্তদাতা রক্তদান করলেন। প্রতিটি রক্তদাতার হাতে ভালোবাসার স্মারক হিসাবে দেওয়া হল শিশুবৃক্ষ এবং আসন্ন গ্রীষ্মের কথা বিবেচনা করে ছাতা।
এছাড়াও ১৫০ জনের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা করা হয় ও বিনামূল্যে ডায়েট চার্ট প্রদান এবং খাদ্য ও জীবনশৈলী বিষয়ক পরামর্শ প্রদান করা হয়। বিবেকানন্দ মিলন সংঘের সহ সম্পাদক সঞ্জয় নন্দি বলেন এলাকার এত মানুষ পরিষেবা পাওয়ায় ওনারা আপ্লুত।
আয়োজক সংস্থার তরফে সম্পাদক প্রলয় মজুমদার বলেন পূর্ব বর্ধমান জেলার প্রতিটি প্রান্তে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে ওনারা বদ্ধ পরিকর। ফিতে কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন স্থানীয় পঞ্চায়েতের উপপ্রধান আনিসুর রহমান খান