নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: বৃহস্পতিবার ১৪,ডিসেম্বর :: বর্ধমান স্টেশনে ৩নম্বর ও ৪নম্বর প্লাটফর্মে জলের ট্যাঙ্ক ভেঙে দুর্ঘটনায় ক্ষতিপূরণ ক্ষতিপূরন ঘোষনা করলো রেল,জানালেন পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিক কৌশিক মিত্র।এদিকে এই ঘটনায় তড়িঘড়ি দুর্ঘটনাস্থলে পরিদর্শনে যান বর্ধমান দক্ষিণে বিধায়ক খোকন দাস। বর্ধমান স্টেশনে দুর্ঘটনায় মৃত্যু তিন জন আহত ৩০ জন,জানালেন পূর্ব রেলের মুখ্য সংযোগ আধিকারিক কৌশিক মিত্র।

এখনও পর্যন্ত আমরা সবাইকে৫০হাজার টাকা করে দিয়ে দিয়েছি।আরও কিছু আমাদের রেলওয়ে মিনিস্টার ঘোষনা করেছেন।আমাদের রেগুলার মেন্টেনেন্স হয়।গত ২তারিখে ক্লিনিং হয়েছিলো।এটা ১৮৯০সালে এই ট্যাঙ্কটা তৈরি হয়েছিলো, দুর্ঘটনাটি হয়েছে খুবই দুঃখজনক।আমাদের রেলওয়ে মিনিষ্টার ৫লক্ষ্ টাকা করে ঘোষনা করেছেন মৃতদের জন্য ।