নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: বুধবার ১৩,ডিসেম্বর :: বর্ধমান রেলওয়ে স্টেশনের ২নম্বর এবং ৩নম্বর প্লাটফর্মের মধ্যস্থলে ৫৩হাজার ৮০০গ্যালন জলধারণ ক্ষমতা সম্পন্ন বিশাল জলের ট্যাঙ্ক বুধবার দুপুর ১২টা নাগাদ ভেঙে পড়লো প্লাটফর্মের নিচে। ঘটনায় প্লাটফর্মে থাকা প্রায় ২৭জন আহত ও ৩জনের মৃত্যু হয়েছে বলে জেলা পুলিশ সুপার আমনদীপ জানান।
