বর্ধমান ১ নম্বর ব্লকের একাধিক অঙ্গনওয়াড়ি কেন্দ্রে শিশু, গর্ভবতী মহিলা ও মায়েদের জন্য রান্না সম্পূর্ণ বন্ধ রয়েছে বলে অভিযোগ।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: বৃহস্পতিবার ১১,ডিসেম্বর :: প্রায় এক মাস ধরে পূর্ব বর্ধমান জেলার, বর্ধমান ১ নম্বর ব্লকের একাধিক অঙ্গনওয়াড়ি কেন্দ্রে শিশু, গর্ভবতী মহিলা ও মায়েদের জন্য রান্না সম্পূর্ণ বন্ধ রয়েছে বলে অভিযোগ।

ভাত, ডাল, সব্জি কিংবা খিচুড়ি—কিছুই দেওয়া হচ্ছে না। হঠাৎ করে খাবার বন্ধ হয়ে যাওয়ায় ক্ষোভে ফুঁসছেন স্থানীয় বাসিন্দারা।জানা গিয়েছে, ভিটা, শোনপুর, তেঁতুলিয়া, বারাসতী, মিরেরডাঙা, দাসপুর, কলিগ্রাম-সহ প্রায় প্রতিটি গ্রামেই একই পরিস্থিতি। কেন্দ্রগুলির দায়িত্বে থাকা অঙ্গনওয়াড়ি কর্মী শ্যামলী ওঝা জানান, সরকারি চাল না পাওয়ায় তাদের পক্ষে রান্না করে খাবার দেওয়া সম্ভব হচ্ছেনা।

স্থানীয় এক বাসিন্দার কথায়, ‘সরকারের নারী ও শিশু বিকাশ এবং সমাজকল্যাণ দফতরের অধীন পরিচালিত অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে এতদিন ধরে কেন খাদ্যসামগ্রী সরবরাহ বন্ধ, তা বোধগম্য হচ্ছে না’।

এলাকার মানুষজনের অভিযোগ, কারণ যাই হোক না কেন, সরকারি প্রকল্প থাকা সত্ত্বেও গরিব পরিবারের শিশু, গর্ভবতী ও স্তন্যদানকারী মায়েদের পুষ্টির ঘাটতি তৈরি হচ্ছে। এর দায় কে নেবে—সেই প্রশ্ন উঠছে জোরালোভাবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

10 − ten =