নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: ১৪ই, এপ্রিল :: দু’বছর লকডাউনের জেরে বন্ধ ছিল গাজন উৎসব পুজো আজ হলেও ঘটা করে মরার মাথা খেলার গাজন উৎসব এর রীতি রেওয়াজ পালন করা হয়নি।
তাই এ বছর ২০২৩ এ পূর্ব বর্ধমানের দেওয়ানদিঘী থানা ও শক্তিগড় থানার দুই গ্রাম কুড়মুন ও সোনা পলাশী এই দুই গ্রামেরই একদিকে বাবা ঈশান ঈশ্বর ও অপরদিকে বাবা বুড়ো শিবের গাজন উপলক্ষে আজ ভোররাতে মড়ার মাথা খুলি নিয়ে ধুনোর গন্ধ উড়িয়ে নৃত্য করা হয়।
বাবা ঈশানেশ্বর ও বাবা বুড়ো শিবের ১১০৫ সাল থেকে এই দুই গ্রামের শিবের গাজন প্রতিষ্ঠিত হয়। এই গাজন উৎসব ঘিরে রাজ্যের বহু প্রান্তের মানুষ ভিড় করে এ গাজন উৎসব দেখার জন্য। পুলিশি পাহারার মধ্যে এই গাজন উৎসবের মূলত যে রীতি মরার মাথা নিয়ে সন্ন্যাসীদের খেলার তাতে যাতে কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে সেটাও দেখে পুলিশ।