সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: সুন্দরবন :: বর্ষবরণের আগে ফের বাঘের দেখা মিলল সুন্দরবনে। লঞ্চ থেকেই সুন্দরবনের রয়েল বেঙ্গল টাইগারকে ক্যামেরাবন্দি করলেন কয়েক দল পর্যটকেরা। কুলতলির পর সুধন্যখালি এলাকায় দেখা মিলল বাঘ। বেড়াতে এসে তার দেখা পেয়ে বেজায় আনন্দিত কলকাতার পর্যটকেরা।ভরা পর্যটনের মরশুম। সুন্দরবনে বেড়াতে এসেছেন রাজ্যের ভিন্ন প্রান্তের মানুষ।
এমনই একদল পর্যটক লঞ্চে চড়ে সুধন্যখালি এলাকায় ঘুরছিলেন। সুন্দরবনের প্রাণবৈচিত্র্য দেখতে ভিড় জমায় বহু পর্যটকেরা।জলে কুমীর আর ডাঙায় বাঘ দেখতেই তাদের আগমন। তাদের খালি হাতে ফেরাল না সুন্দরবন। দেখা মিলল দক্ষিণরায়ের।প্রথমে ডাঙায় ঘুরে বেড়াচ্ছিল বাঘটি। পরে নদীতে নেমে সাঁতার কেটে ওপারের জঙ্গেলে মিশে যায়। গোটা বিষয়টি ক্যামেরাবন্দি করেন পর্যটকেরা।
প্রথমে এত কাছ থেকে বাঘের দেখা মেলায় আতঙ্কিত হয়ে পড়েন পর্যটকেরা। তার দেখা পাওয়ায় আনন্দে মেতে ওঠেন তাঁরা।এই মরশুমে সুন্দরবনে বাড়ছে পর্যটকের ভিড়। হোটেলগুলিতেও ভিড় বাড়ছে ক্রমশ। বাঘ দেখার উৎসাহে ম্যানগ্রোভের জঙ্গলে একের পর এক খাঁড়ি ঘুরে বেড়াচ্ছেন পর্যটকরা। তবে সৌভাগ্যবান কিছু পর্যটক প্রতিনিয়ত দেখা পান বাঘের।