সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: রবিবার ৩১,ডিসেম্বর :: বছর শেষ হতে এলেও সেই অর্থে শীত পড়েনি। উত্তরবঙ্গ কিছুটা শীতল অনুভূতি পেলেও দক্ষিণবঙ্গ সেই অর্থে এখনো শীতের অনুভূতি পায়নি। দিনের ও রাতের দিকে শীত শীত ভাব থাকলেও বেলা বাড়লে তাপমাত্রা বেড়ে যাচ্ছে। তবে পর্যটকদের জন্য সুখবর দিয়েছে আবহাওয়া দপ্তর। শীতের সময় পাহাড়ে পর্যটকদের আনাগোনা বেড়ে যায়।
