বর্ষবরণের প্রাক্কালে পাহাড়ে তুষারপাতের সম্ভাবনা দেখা দিচ্ছে

সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি   :: রবিবার ৩১,ডিসেম্বর ::  বছর শেষ হতে এলেও  সেই অর্থে শীত পড়েনি। উত্তরবঙ্গ কিছুটা শীতল অনুভূতি পেলেও দক্ষিণবঙ্গ সেই অর্থে এখনো শীতের অনুভূতি পায়নি। দিনের ও রাতের দিকে শীত শীত ভাব থাকলেও বেলা বাড়লে তাপমাত্রা বেড়ে যাচ্ছে। তবে পর্যটকদের জন্য সুখবর দিয়েছে আবহাওয়া দপ্তর। শীতের সময় পাহাড়ে পর্যটকদের আনাগোনা বেড়ে যায়।
এই বছরও তার ব্যতিক্রম হয়নি দার্জিলিং সিকিমে পর্যটকদের যথেষ্ট সমাগম রয়েছে। আবহাওয়া দপ্তর সূত্র জানানো হয়েছে আগামী রবিবার থেকে মঙ্গলবার এর মধ্যে পাহাড়ে তুষারপাতের সম্ভাবনা রয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে পর্যটকরা আবারো তুষার পাতের দৃশ্য দেখতে পারবেন। স্বাভাবিকভাবেই পাহাড়ে তুষারপাত হলে উত্তরবঙ্গের সমতল ভর্তি এলাকাগুলিতে তাপমাত্রার পারদ অনেকটাই কমে যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × four =