বর্ষবরণে পিকনিকের আনন্দে মাতল পর্যটকরা

সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: সুন্দরবন :: বৃহস্পতিবার ০১,জানুয়ারি :: ইংরেজি নববর্ষে পিকনিকের মজল বাঙালি। দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবনের পর্যটনকেন্দ্র গুলিতে পর্যটকদের ভিড় উপচে পড়ল ইংরেজি বছরের প্রথম দিন ।

ডায়মন্ডহারবার , রায়চক , ফলতা, বকখালি , গোসাবা , বাসন্তী , কুলতলি , ক্যানিং সহ বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলিতে পর্যটকদের ভিড় উপচে পড়ে সকাল থেকেই । বছরের শুরুর দিন উৎসবের আমেজ ছিল গোটা সুন্দরবন পর্যটন কেন্দ্রগুলিতে।

এ বিষয়ে এক পর্যটক ভারতী ঘোষ জানান প্রকৃতির টানে এই সুন্দরবনে ছুটে আসা । অনেক নাম শুনেছি কুলতলির কৈখালির । তাই বছরের শুরুর দিন এই কৈখালীতে আমরা চলে এসেছি সকলে মিলে । সুন্দরবনের জীব বৈচিত্র আমাদেরকে টেনে এনেছে।

মহেশতলা থেকে ডায়মন্ডহারবারের কেল্লাতে আসা পর্যটক শংকরী সর্দার জানান, বছরের প্রথম দিন পরিবারের সদস্যদের নিয়ে ৩৫ জন মহেশতলা থেকে কেল্লার মাঠে এসেছি। নদী তীরবর্তী এই এলাকায় ব্রিটিশ আমলের কেল্লা রয়েছে।

কিন্তু কালের নিয়মে সেই কেল্লা এখন নদী গর্ভে কিন্তু তাও কেল্লার টানে এখানে এসেছি। সারাদিন হইহুল্লোড় এবং পরিবারের লোকেদের সঙ্গে আনন্দে এই নতুন বছরের এই প্রথম দিন আমরা উদযাপন করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

6 + 17 =