বর্ষবরণে পিকনিক করতে এসে পর্যটকদের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে নয়নজলিতে আহত ২৬ জন পর্যটক

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বকখালি :: বৃহস্পতিবার ০১,জানুয়ারি :: ইংরেজির নববর্ষের বর্ষবরণের পিকনিক করতে এসে পর্যটক সহ পর্যটকদের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে গেল নয়নজলিতে। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।

বৃহস্পতিবার সকালে দক্ষিণ ২৪ পরগনার সংগ্রামপুর এলাকা থেকে এক দল পর্যটক পিকনিক করার উদ্দেশ্যে বকখালিতে চার চাকা গাড়িতে করে সংগ্রামপুর থেকে বকখালির উদ্দেশ্যে রওনা দিয়েছিল। বকখালি যাওয়ার সময় হঠাৎই পর্যটকদের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে নয়ানজুলিতে পড়ে যায়।এই ঘটনা দেখতে পেয়ে তড়িঘড়ি উদ্ধার কাজের জন্য ছুটে আসে স্থানীয়রা। স্থানীয়দের তৎপরতায় আহতদের উদ্ধার করে স্থানীয় চিকিৎসা কেন্দ্রে চিকিৎসা করানোর জন্য নিয়ে যাওয়া হয়েছে।

এর পাশাপাশি এই দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ দুর্ঘটনা গাড়িটিকে নয়নজলি থেকে তোলার ব্যবস্থা চালাচ্ছে পুলিশ। এই দুর্ঘটনার জেরে বেশ কয়েকজন পর্যটক আহত হয়েছে বলে জানা গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three + 2 =