নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: দুর্গাপুর :: সোমবার ১০,মার্চ :: বিয়ে বাড়ির অনুষ্ঠানে এসে বর পক্ষের সাথে কনে পক্ষের হাতাহাতি, ভাঙচুর বিয়ে বাড়িতে। খুনের অভিযোগ কনে পক্ষের একজনকে।কনে পক্ষের দাবি খুন করা হয়েছে আশিষ বেদ নামে বছর ২০ র এক যুবককে। গুলির শব্দ শোনা গেছে বলে এলাকাবাসীর দাবি।
ঘটনাকে ঘিরে পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের অমরাবতীর ভ্যামবে কলোনি হরি মন্দির সংলগ্ন এলাকায় ব্যাপক চাঞ্চল্য। পুলিশ ঘিরে রেখেছে ঘটনাস্থল। গতকাল এই এলাকায় একটি বিয়ে বাড়ির অনুষ্ঠান ছিল |
বিয়ে বাড়িতে পান্ডবেশ্বর থেকে বর পক্ষের লোকজন আসার কিছুক্ষন পর বিয়ে বাড়ির ডান্স প্লাটফর্ম এ গান চেঞ্জ করাকে কেন্দ্র করে অশান্তির শুরু। গান চেঞ্জ করতে রাজি হয়নি কনেবাড়ির লোকজন, এরপরই শুরু হয় দু পক্ষের হাতাহাতি।
ঠিক এইসময় কনে বাড়ির আত্মীয় আর্টিস্ট আশিষ বেদকে টেনে হিচড়ে নিয়ে এসে খুনের অভিযোগ কনে বাড়ির লোকজনদের। গুলি করে খুনের অভিযোগও আনছে এলাকার মানুষ। তবে ঠিক কি কারণে এই মৃত্যু তা নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে। ময়না তদন্তর জন্য আর্টিস্ট আশিষ বেদের মৃতদেহ দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠায় নিউ টাউনশিপ থানার পুলিশ।
গোটা ঘটনার জেরে টানটান উত্তেজনা দুর্গাপুরে ভ্যামবে কলোনি এলাকায়। নিউ টাউনশিপ থানার পুলিশ অক্ষয় পাসি ৩০, আনোখা পাসি ৪৮ বিকি পাসওয়ান ৩০ কে গ্রেফতার করে ।