বলগোনা গ্রাম পশ্চিমপাড়ায় মুক্তি পাল নামে এক বাসিন্দার বাগানবাড়িতে রবিবার হঠাৎ বন্য ময়ুরী দেখা যায়

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: রবিবার ৩,মার্চ :: পূর্ব বর্ধমান জেলার বর্ধমান সদর দুই ব্লকে কুড়মুন ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের বলগোনা গ্রাম পশ্চিমপাড়ায় মুক্তি পাল নামে এক বাসিন্দার বাগানবাড়িতে রবিবার হঠাৎ ময়ূরী দেখা যায় ।

ময়ূরীটি বাগানে চলাফেরা করছে এবং ওড়ার চেষ্টা করছে । কিন্তু চারিদিকে জাল দেওয়ার কারণে উড়তে পারেনি । বাড়ির সদস্য ময়ূরীটিকে কোন রকমে ধরে বাড়িতে নিয়ে আসেন । তারপর শক্তিগড় থানার ভিলেজ পুলিশের মাধ্যমে বনদপ্তরে খবর দেওয়া হয় ।

বনদপ্তর রেঞ্জ অফিসার আসেন এবং ওনাদের হাতে ময়ূরীটাকে কে তুলে দেওয়া হয় । সন্ধ্যাবেলায় ময়ূরী দেখার জন্য ভিড় এলাকায় ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen − seventeen =