বলাগড়ে গঙ্গা ভাঙন একটি দীর্ঘস্থায়ী সমস্যা, যা স্থানীয় মানুষদের জীবন ও জীবিকার ওপর বিরাট প্রভাব ফেলছে

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বলাগড়(হুগলি) :: বৃহস্পতিবার ১৬,জানুয়ারি :: বলাগড়ে গঙ্গা ভাঙন একটি দীর্ঘস্থায়ী সমস্যা, যা স্থানীয় মানুষদের জীবন ও জীবিকার ওপর বিরাট প্রভাব ফেলছে। এই পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য কেন্দ্রীয় সরকারের গঙ্গা বন্যা প্রতিরোধ কমিশনের প্রতিনিধিদল সম্প্রতি এলাকা পরিদর্শনে আসেন।

বলাগড়ের তৃণমূল সাংসদ রচনা ব্যানার্জী নিজে এই পরিদর্শনের সময় উপস্থিত থেকে পরিস্থিতি সরাসরি তুলে ধরেন।কেন্দ্রীয় প্রতিনিধিদল গুপ্তিপাড়া জেটিঘাট থেকে চান্দরা, মিলনগড়, চন্দননগর এবং ভদ্রেশ্বরের গঙ্গাপাড়ের বিভিন্ন অংশ সরেজমিনে দেখেন। গঙ্গার তীরবর্তী অঞ্চলে জমি ধসে পড়া এবং নদীগর্ভে জনবসতি হারানোর ছবি তাদের দেখানো হয়।

এই উদ্যোগে স্থানীয় বাসিন্দারা অত্যন্ত খুশি। তারা আশা করছেন যে, এই পরিদর্শনের মাধ্যমে দ্রুত সমাধান আসবে এবং গঙ্গা ভাঙনের প্রকোপ রোধে স্থায়ী পদক্ষেপ নেওয়া হবে। পরিদর্শনের ভিত্তিতে কেন্দ্রীয় দল একটি রিপোর্ট তৈরি করবে। রচনা ব্যানার্জী প্রতিশ্রুতি দিয়েছেন যে, তিনি বিষয়টি সংসদেও তুলে ধরবেন এবং দ্রুত প্রকল্প বাস্তবায়নের চেষ্টা করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eight + 10 =