নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বলাগড় :: শনিবার ১৩,ডিসেম্বর :: হুগলির বলাগড়ে এক যুবকের রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়াল এলাকায়। রেললাইনের ধারে উদ্ধার হয় স্থানীয় বাসিন্দা আসাদুল মণ্ডলের নিথর দেহ। ঘটনাস্থলে পৌঁছে রেল পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়।
পরিবারের অভিযোগ— গতকালই পুলিশের হাতে আটক করা হয়েছিল আসাদুলকে। ঠিক কোন কারণে তাঁকে আটক করা হয়েছিল, সে বিষয়ে পরিবারের পক্ষ থেকে স্পষ্ট কোনও তথ্য না পাওয়া গেলেও তাঁদের অভিযোগ—
আসাদুলকে আটক করার পর আর বাড়ি ফিরতে দেখা যায়নি। পরে সকালে রেললাইনের ধারে তাঁর দেহ উদ্ধার হওয়ায় পরিস্থিতি আরও প্রশ্নে ঘোরালো হয়ে উঠেছে।
ঘটনার খবর ছড়াতেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। বলাগড় থানার সামনে ভিড় জমিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন উত্তেজিত জনতা। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠলে থানা ঘেরাও করে চলে ব্যাপক আন্দোলন। অভিযোগের ভিত্তিতে দ্রুত তদন্তের দাবি জানায় মৃতের পরিবার ও প্রতিবেশীরা।
পুলিশ প্রশাসনের তরফে দাবি, ঘটনার বিষয়ে বিস্তারিত তদন্ত শুরু হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট ও সিসিটিভি ফুটেজসহ সমস্ত প্রমাণ খতিয়ে দেখেই সামনে আসবে মৃত্যুর প্রকৃত কারণ। উত্তেজনা এড়াতে থানার সামনে বাড়ানো হয়েছে পুলিশ মোতায়েন।
ঘটনাকে কেন্দ্র করে বলাগড় জুড়ে নেমে এসেছে চাপা আতঙ্ক ও উত্তেজনা। এলাকার মানুষ দ্রুত সত্য উদঘাটনের দাবি তুলছেন।

