নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বলাগড় :: শুক্রবার :: ১০,জানুয়ারি :: বলাগড় থানার সোমড়া ২ নং পঞ্চায়েত এলাকার ঘোষপুকুর মোড়ে এমভিআই অফিসার সেজে বিভিন্ন গাড়ি থেকে টাকা তুলছিল তিন যুবক।
রাস্তায় থাকা এক গাড়ির ড্রাইভার ঘটনার কথা বলাগড় থানায় জানান। পরবর্তী সময়ে জানা যায় ওই গাড়ির ড্রাইভারকেও আটক করেছিল ওই তিন যুবক, এবং তার থেকে টাকা নিয়েছে।
গাড়ির ড্রাইভার বলাগড় থানায় লিখিত অভিযোগ জানানোর পর ঘটনাস্থলে যায় বলাগড় থানার পুলিশ। থানার সন্দেহ হলে তাদেরকে জিজ্ঞাসাবাদ করলে তারা স্বীকার করে তারা এমভিআই এর কেউ নয়। বেরিয়ে আসে আসল তথ্য, তিন যুবককেই গ্রেপ্তর করে বলাগড় থানা।
জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে তিন যুবকের বাড়ি হুগলি শেওড়াফুলি তে। ধৃতদের নাম রঞ্জিত শীল (৩২),পঙ্কজ মণ্ডল (৩৫), জয়ন্ত দাস (৩৮)। বলাগড় থানায় সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন ওসি সোমদেব পাত্র,সিআই সৌমেন বিশ্বাস ও ডিসপি অভিজিৎ সিনহা মহা পাত্র।
ডিএসপি ক্রাইম অভিজিৎ সিনহা মহাপাত্র জানান ধৃতদের কাছ থেকে একটি স্করপিও গাড়ি উদ্ধার করা হয়েছে। কিছু কাগজপত্র পাওয়া গেছে। বাকি বিষয়ে তদন্ত চলছে।