সুদেষ্ণা মন্ডল ও সজল দাসগুপ্ত :: সংবাদ প্রবাহ :: নিউজ ব্যুরো :: শুক্রবার ৮,ডিসেম্বর :: ধর্মেন্দ্রের পুরো নাম হলো ধরম সিং দেওল। ধর্মন্দ্র ১৯৩৫ সালের ৮ই ডিসেম্বর জন্মগ্রহণ করেছেন। তিনি ধর্মেন্দ্র নামেই বেশী পরিচিত। তিনি ভারতীয় চলচিত্র জগতের বিখ্যাত অভিনেতা। ২০১১ সাল পর্যন্ত তিনি ২৪৭টি হিন্দি চলচ্চিত্রে অভিনয় করেছেন।

সাহনেওয়াল গ্রামে ধর্মেন্দ্র বড় হয়েছিলেন এবং লাল্টন কালান গ্রামের সরকারী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে পড়াশোনা করেছিলেন।বিদ্যালয়টিতে তার বাবা কেওয়াল প্রথমে সাধারণ শিক্ষক ছিলেন এবং পরে প্রধান-শিক্ষক হন। ১৯৫২ সালে ধর্মেন্দ্র ফাগওয়াড়া মফস্বলের রামগড়িয়া কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাশ করেন।
এরপর ধর্মেন্দ্র কয়েক বছর পর হঠাৎ ফিল্মফেয়ার ম্যাগাজিন দেখেন, ওখানে তিনি গুরু দত্ত, বিমল রায়, দেব আনন্দ, মধুবালার মত তখনকার সময়ের তারকাদের ছবি দেখবার পর খুব আকর্ষিত হন এবং মালের কোটলা বাজারে নিজের ছবি তুলতে যান।

মীনা কুমারীর সঙ্গে ধর্মেন্দ্র একটি সফল চলচ্চিত্র জুটি তৈরি করেছিলেন, তার সঙ্গে সাতটি চলচ্চিত্রে অভিনয় করেন তিনি, এগুলো হলোঃ ম্যাঁ ভি লাড়কি হুঁ (১৯৬৪), কাজল (১৯৬৫), পূর্ণিমা (১৯৬৫), ফুল অর পাত্থার (১৯৬৬), মাঝলি দিদি (১৯৬৭), চন্দন কা পালনা (১৯৬৭) এবং বাহারো কি মানজিল (১৯৬৮)। ফুল অর পাত্থার (১৯৬৬) চলচ্চিত্রে তিনি একাই নায়ক ছিলেন এবং এটি ছিলো তার জীবনের প্রথম একশন চলচ্চিত্র।
ধর্মেন্দ্রর সঙ্গে হেমা মালিনীর চলচ্চিত্র-জুটি সবচেয়ে সফল ছিলো, হেমা পরে তার স্ত্রী হন । হেমা আর ধর্মেন্দ্র অনেক চলচ্চিত্রে একসঙ্গে কাজ করেন, যেমনঃ রাজা জানী, সীতা আউর গীতা, শরাফত, নয়া জামানা, পাত্থার অর পায়েল, তুম হাসিন ম্যাঁ জাওয়ান, জুগনু, দোস্ত, চরস, মা, চাচা ভাতিজা, আজাদ এবং শোলে। ঋষিকেশ মুখোপাধ্যায় এর সঙ্গে সত্যকাম চলচ্চিত্র ধর্মেন্দ্রকে অনেক সম্মান দিয়েছে ।