বসন্তী পূজা উপলক্ষ্য রক্তদান সহ নানা কর্মসূচি

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ,খড়্গপুর :: সোমবার ১৫,এপ্রিল :: মহিলাদের দ্বারা পরিচালিত বাসন্তী পূজা উপলক্ষ্যে নানা কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে কলাইকুন্ডার রিশা গ্রামে।পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর ১ নং ব্লকের ৪ নং কলাইকুণ্ডা গ্রাম পঞ্চায়েত অন্তর্গত রিশা গ্রামে মহিলাদের দ্বারা পরিচালিত সর্বজনীন বাসন্তী দুর্গা পূজা উপলক্ষ্যে

নানা সাংস্কৃতিক ও সমাজকল্যাণ মূলক কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে এই উপলক্ষ্যে সোমবার মহাসপ্তমী তিথিতে স্থানীয় কৃষ্ণনগর জুনিয়র হাইস্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো রক্তদান শিবির এই শিবিরে ১৪ জন মহিলা সহ মোট ৩৫ জন রক্তদাতা রক্তদান করেন। এদিনের শিবিরে রক্ত সংগ্রহ করেন খড়্গপুর মহকুমা হাসপাতাল ব্লাড সেন্টার কর্তৃপক্ষ ।

এই রক্তদান শিবিরের আয়োজন ও পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এলাকার বিশিষ্ট সমাজসেবী নিতাই চন্দ্র কারক, ও বিদ্যালয়ের শিক্ষক গোরাচাঁদ প্রধান, পূজা কমিটির সভানেত্রী চম্পা কারক, সম্পাদিকা কৃষ্ণা প্রধান সহ পূজা কমিটির কর্মকতা ও সদস্যাগণ ।

পাশাপাশি এই পূজা উপলক্ষে মঙ্গলবার মহাঅষ্টমী তিথিতে মেদিনীপুর রোটারি আই হসপিটালের সহযোগিতায় বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত হবে। এছাড়াও প্রতিদিন সন্ধ্যায় বিভিন্ন বর্ণময় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eleven + eighteen =